রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের এই নতুন বই তুলে দেন।
এসময় শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়ুয়া, সহকারী শিক্ষক অশ্রু চৌধুরী, বলাকা চাকমা, গুনমিতা চাকমা, শাহীন আক্তার, দ্বিশা ত্রিপুরা, গৌরিকা তালুকদার’সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ সদস্য অমিত চাকমা রাজু বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বছরের এ দিনটি খুব খুশির ও আনন্দের। নতুন পাঠ্যবই পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। বই পাওয়ার পরে শিশুদের আনন্দ যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে এটি তাদের ও অভিভাবদের জন্যও আনন্দের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.