সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রোববার রাঙামাটির বিলাইছড়ি মডেল হাই স্কুলে শিক্ষাথীদের মাঝে নতুন বই বিতরণের বই উৎসব উদযাপন করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভাপতি চন্দ্রলাল চাকমা রাহুল এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মঞ্জুরুল আলম মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ও পিটিএ সভাপতি মিলন কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্য চাথোয়াই মার্মা,স্বপ্না তঞ্চঙ্গ্যা,অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের লেখা ‘লার্নার্স রাইট’ নামক দেওয়াল পএিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অতিথিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা.সিআর.