• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার                    রাবিপ্রবি’র উন্নতি ও দেশে-বিদেশে সুনাম ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ভিসির                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে অনুপ কুমার চাকমা                    রাঙামাটিতে মাসসের সাথে সাংবাদিকদের মতবিনিময়                    সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পিসিপি-এইচডব্লিউএফের নিন্দা ও প্রতিবাদ                    ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা                    কাউখালীতে অসহায় ও গরীব সুরেশ চাকমা পরিবারের পাশে প্রশাসন                    “ আদিবাসী শব্ধ” সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন                    খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা                    মাসসের আওয়ামীলীগপন্থী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ                    প্রেস কাউন্সিলের একেবারে অকার্যকর,প্রয়োজনীয়তা নেই-কামাল আহমেদ                    রাঙামাটিতে লজিকের যুবক গ্রুপের র‌্যালি ও আলোচনা সভা                    পাহাড়ি থেকে অগ্রাধিকারের ভিত্তিতে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবীতে স্মারকলিপি                    রাবিপ্রবি’র ভিসি নিয়োগের দাবীতে শিক্ষাথীদের আড়াই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ                    বিলাইছড়িতে তামাকের বদলে চাষ হচ্ছে শিম-বাদাম                    খাগড়াছড়িতে শীত বস্ত্র বিতরণ                    খাগড়াছড়িতে চাঙমা ভাষা শিখন কার্যক্রম শুরু                    নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে অর্থ প্রদান                    লংগদুতে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত ১                    রাঙামাটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা                    
 
ads

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2016   Friday

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে সুর্বণজয়ন্তী উদযাপনের লক্ষে শুক্রবার সুবর্নজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভার আয়োজন করা হয়।


বদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্জুলীকা খীসাসহ শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্রী ও বর্তমান ছাত্রী এবং সুর্বন জয়ন্তী উদযপান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় আগামী বছরের ১০ ও ১১ মার্চ সুবর্ণ জয়ন্তীর সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়। এ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করার জন্য সবাই একমত পোষন করেন। এছাড়া সুবর্ন জয়ন্তী উৎসবকে সফল করতে কমিটি এবং উপকমিটি গঠন করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।


সভায় আরো বলা হয়, ইত্যেমধ্যে বিদ্যালয়ের প্রাঙ্গন ছাত্রীদের অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা ছাড়াও শুভকাংখিরাও রেজিষ্ট্রেশন করতে পারবেন। www.50years.gghschool.edu.bd  -- এ রেজিষ্ট্রেশন করা যাবে।


সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নাজনীন আনোয়ার জানান, ৫০ বছর পুর্তিতে এ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী হিসেবে গৌরব বোধ করছি। আমরা চাই নারীদের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কারন, রাঙামাটি সরকার বালক উচ্চ বিদ্যালয়ের ১শ বছর পুর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। আমরাও চাই নারী হিসেবে বালিকা স্কুলের পাশেও মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন।


বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মঞ্জুলীকা খীসা জানান, এ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে একজন প্রাক্তন প্রধান শিক্ষিকা হিসেবে গৌরব বোধ করছি। কারন বিদ্যালয়টি তিনবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জনসহ নানান সাফল্য রয়েছে। এ ৫০ বছর পুর্তিতে প্রাক্তন শিক্ষক, ছাত্রী, অভিভাবকদের মিলন মেলায় পরিণত হবে। তিনি এ ব্যাপাওে পত্র পত্রিকায় ও টেলিভিশনে ব্যাপক আকারে প্রচাওে জন্য সংবাদকর্মীদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।


রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা জানান, বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে গঠিত সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভা করা হয়েছে। তিনি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাঙামাটির সকল পেশা শ্রেনী মানুষের সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য, ১৯৬৬ সালে তিন পার্বত্য জেলায় একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে স্থাপতি হয়। ১৯৭৪ সালে এই বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ