স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা ক্লাশ ও পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করেছে।
শহরের ভেদভেদীস্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্ষন্ত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শ্লোগানে ও ফেষ্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন,বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহনের বিষয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্ষন্ত এ অবস্থান ধর্মঘট পালন করা হবে।
উল্লেখ্য,২০১৫ সালের জানুয়ারিতে রাঙামাটির তবলছড়ি শাহ বহুমূখী হাই স্কুলের একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাস চালু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা ও শ্রেনী কার্যক্রম শুরু করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.