বরকল উপজেলায় বরকল রাগীব রাবেয়া কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কোন পরীক্ষাথী জিপিএ-৫ না পেলেও ৭৫জন পরীক্ষাথীর মধ্যে ৭২জন পরীক্ষার্থী পাশ করেছে।
কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন জানান, এবারে বরকল রাগীব রাবেয়া কলেজে মানবিক বিভাগের ৫৬জন ব্যবসায় শিক্ষা বিভাগের ১৯ জনসহ ৭৫জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে মানবিক বিভাগের ৫৬জনের মধ্যে মাত্র ৩জন ফেল করলেও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৯জন সবাই পাশ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.