রাঙামাটির রাজস্থলী উপজেলার রাজস্থলী কলেজকে অবিলম্বে জাতীয়করণের দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে এলাকাবাসী ছাড়াও কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লে কার্ড নিয়ে অংশ নেন। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য চানমুনি তঞ্চঙ্গ্যা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি নিউচিং মারমা প্রমুখ।
বক্তারা রাজস্থলী উপজেলা কলেজকে জাতীয় করণ না করায় ক্ষোভ প্রকাশ করে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কলেজকে জাতীয়করণ করা না হলে আগামী দিনে আরো কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুমকি দেন।
বক্তারা রাজস্থলী উপজেলায় উচ্চ শিক্ষা জীবন নিশ্চিত করতে রাজস্থলী কলেজকে জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.