রোববার কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামে মেজাং প্রি-স্কুল ও রিসোস সেন্টার উদ্ধোধন করা হয়েছে।
সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহায়তায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে কাউখালী উপজেলায় শিশুর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে প্রি-স্কুল ও রিসোস সেন্টারের উদ্বোধন করেন কাউখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা)।
এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন-এর সিনিয়র প্রকল্প কমকতা অনিতা সেন, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর কমর্সূচী পরিচালক কক্সি তালুকদার, শিশুর ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়কারী সুখেশ্বর চাকমা, উপজেলা প্রকল্প কমর্কতা অং সুই হ্লা মারমা ও ফিল্ড অফিসার স্বরূপ দেওয়ান। সভায় সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপায়ন চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ড অফিসার অং প্রো মারমা
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, সেভ দ্য চিলড্রেন আর্থিক ও কারিগরি সহযোগিতা বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র রা্ঙামাটি সদর উপজেলা ও কাউখালী উপজেলা ১৭ ডিসেম্বর ২০১৪ সালে প্রকল্প কার্যক্রম শুরু করে। ২০১৫ সাল থেকে রাঙামাটি সদর উপজেলা চাকমা ভাষায় ৫টি এবং কাউখালী উপজেলা মারমা ভাষা ৫টি মোট ১০টি মাতৃভাষা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করে।
পাশাপাশি পার্শ্ববর্তী সরকারী বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর আদিবাসী শিক্ষাথীদের গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের পাঠ শেষে রাঙামাটি সদর উপজেলায় ৩টি পাঠদান কেন্দ্র এবং কাউখালী উপজেলায় ৭টি পাঠদান মোট ১০টি পাঠদান কেন্দ্র চালু করে।
২০১৬সালে কাউখালী উপজেলায় কাযক্রম সম্প্রসারণের আরো ৫টি কেন্দ্র চালুর উদ্দ্যোগ গ্রহণ করে। ২টি চাকমা ও ৩টি মারমা শিশুদের জন্য মোট ৫টি কেন্দ্র চালু কর হয়। এ সব কেন্দ্রসমূহ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ১ম ও ২য় শ্রেণীর শিক্ষাথীদের বৈকালিক পাঠদান কেন্দ্র এবং রিসোস সেন্টার হিসাবেও ব্যবহৃত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.