বৃহস্পতিবার রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার,এডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিওসির সহধর্মীনি বেগম নাহিদ নায়লা কবির। স্বাগত বক্তব্যে রাখেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম মতিন।
এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, , রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল সামস,জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোশেনের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.সহিদুল্লাহ প্রমুখ।
এর আগে প্রধান অতিথি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম ফিতা কেটে উদ্ধোধন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার, এডব্লিউসি,পিএসসি বলেন,একজন শিক্ষার্থী একটি ভাল রেজাল্টের মাধ্যমে জাতি গড়ার কারি গড় হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আজকে যারা শিশু তারাই আগামী প্রজন্মের মানুষ গড়ার কারি গড়।
এই স্কুলের শিক্ষার্থীরা সুনামের সহিত লেখা পড়া করে দেশে বিদেশে দক্ষ মাবন সম্পদ কাজ লাগিয়ে হিসেবে বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করে তুলবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবদের উদ্দ্যেশ তিনি বলেন,এই প্রতিষ্ঠান সেনা বাহিনীর নয়, এই প্রতিষ্ঠান রাঙামাটিবাসীর এবং আপনাদের সকলের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.