রোববার থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় ১৪ কেন্দ্রে মোট ৫ হাজার ৯৩৫ পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো বহিস্কার ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তারা।
জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সূত্রে জানা যায়,এবার এইচএসসি পরীক্ষায় জেলার ১৬টি কলেজের ১০ কেন্দ্রে ৫ হাজার ৪৮২, ব্যবসায় ব্যবস্থাপনায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩৮ ও আলিম পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এসব কেন্দ্রগুলো হল, রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, কাপ্তাই কর্ণফুলি কলেজ, কাচালং কলেজ, লংগদু রাবেতা কলেজ, কাউখালী কলেজ, রাজস্থলী কলেজ, শিজক কলেজ, নানিয়ারচর কলেজ ও বরকল রাগীব রাবেয়া কলেজ।
এছাড়া ব্যবসায় ব্যবস্থাপনায় রাঙামাটি সদরের বিএম ইন্সটিটিউট ও রাজস্থলী কলেজ এবং আলিম পরীক্ষার রাঙামাটি সদরের রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.