শনিবার রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠে আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু ক্রীড়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নীমা বড়–য়া, প্রাক্তন পৌর কাউন্সিলর মোঃ নেওয়াজ আহমেদ ও মোঃ সোহেল। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। প্রতিযোগিতার মধ্যে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌড়, উচ্চ লম্প, দীর্ঘ লম্প, দড়িলম্প, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলাসহ মোট ১৪টি ইভেন্টে বিভিন্ন খেলাধুলা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নতুন প্রজন্মরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.