রাঙামাটিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার রোববার উদ্ধোধন করা হয়েছে।
জেলা শিশু একাডেমীর সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী এবং মোঃ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি শিশুর অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে কোন না কোন সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। এদের প্রতিভা বিকশিত করতে সকলকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, আজ যে শিশুরা উপজেলা থেকে বিজয়ী হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা বিভাগ এবং আগামীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের এবং জেলার সুনাম অর্জন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.