রোববার বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হীলের উদ্যোগে রাঙামাটির পৌর এলাকায় অবস্থিত আলুটিলা উলুছড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশান -এর আর্থিক সহায়তায় গ্রীনহিল কর্তৃক পরিচালিত বিদ্যালয়ের ২০১৫ সালের পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল করা গরীব ও মেধাবী ছাত্র দোয়েল চাঁন চাকমা ও মিতালী চাকমাকে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
রোববার রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিসডা বাংলাদেশ যৌথভাবে এ দুই ছাত্রকে প্রত্যেককে দুই সেট করে চার সেট স্কুল ড্রেস বিতরণ করা হয়। এতে স্কুল ড্রেস বিতরণ করেন রাঙামাটি সদর উপজেলার ইউএনও মোঃ কামাল হোসেন। ইউএনও কক্ষে বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপিস্থত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গৌরিকা তালুকদার,গ্রীনহিল- স্পীড প্রকল্পের উপজেলা প্রজেক্ট অফিসার ধ্রুব কুমার চাকমা,রিসডাবাংলাদেশ প্রতিনিধি স্বপন বিকাশ চাকমা ও অভিভাবকরা।
এসময় ইউএনও বিদ্যালয়ের শিক্ষাথীদৈর ভালভাবে লেখা করে আগামীতে উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করার উপদেশ দেন।
তিনি প্রধান শিক্ষিকাকে শিক্ষার্থীদের স্বাস্থ্য অভ্যাস ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্পর্কে রুটিন মাফিক পাঠদান করার অনুরোধ করেন এবং বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি ছেলে-মেয়েদের পড়াশুনা যাতে বন্ধ হয়ে না যায় সে বিষয়ে অভিভাবকদের প্রতিও অনুরোধ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.