মঙ্গলবার বরকলের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও বিভিন্ন খেলাধুলার সরঞ্জামসহ আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এর অর্থায়নে নিকসেন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ও বিভিন্ন খেলাধুলার সরঞ্জামসহ আসবাবপত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শ্যামরতন চাকমা।
পরে বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙা মারমা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, নিকসেন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ওয়ার্ড মেম্বার তমির আলী, আবু সালেহ প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.