আগামী নভেম্বর মাস থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.প্রদানেন্দু বিকাশ চাকমা।
তিনি আরও জানান, রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক মোস্তফা কামালের সময় বিশ্ববিদ্যালয়ের শ্রেনী পাঠদানের জন্য রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম তলায় ব্যবহারের জন্য সিদ্ধান্ত হয়েছিল। তবে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম তলাটি পাওয়া না গেলে শহরের অন্য স্থানে ক্যাম্পাস ভাড়া নিয়ে হলেও শ্রেনী পাঠদান কার্যক্রম আরম্ভ করা হবে।
রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষে কর্তৃপক্ষ ২০১৪-২০১৫সালের শিক্ষা বর্ষের জন্য চলতি বছরের জানুয়ারী মাসের দিকে কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনায় দুটি বিভাগের জন্য ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ২৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাম্পাসে পরীক্ষা নেয়ার পর ৪ মে ফলাফল ঘোষনা করা হয়। এতে কম্পিউটার সায়েন্স বিভাগে ৩৪ জন এবং ব্যবস্থাপনা বিভাগে ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.প্রদানেন্দু বিকাশ চাকমা আরও জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স-এর দুজন সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের জন্য দুজন সহযোগী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। তারা গত মাসের ২৭সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা বলেন, পার্বত্য চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটি তথা পার্বত্য এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবীতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন,সরকার পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন না করে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার হালকে বেহাল অবস্থায় রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে জুম্ম জনগণের উপর রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প চাপিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, এ সমস্যা সমাধান না হওয়া পর্ষন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থানান্তর করতে পারে সরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.