শনিবার জুরাছড়ি উপজেলার মাধবছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে খাতা-কলম বিতরণ করা হয়েছে।
জুরাছড়ি ছাত্রলীগের উদ্যোগে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে খাতা-কলম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কল্পিতা চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিল চাকমা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জ্ঞান মিত্র চাকমা, সাধারণ সম্পাদক ধান বিকাশ চাকমা। এসময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীসহ ছাত্র-ছাত্রীদের অবিভাবক ও বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অতিথি বক্তব্যে জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে এগিয়ে নিতে শিক্ষার প্রয়োজনীয়তা অপসীম। তাই আওয়ামীলীগ সরকার ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি, বিনা মূল্যে শত ভাগ পাঠ্য বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে।
তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় সূষম উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সুশিক্ষিত সমাজসহ সকল মহলকে এগিয়ে আসতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.