রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক(প্রাক প্রা৬থমিক) শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে রাঙামাটির দশ উপজেলার দুই ও তিন শিক্ষক বিশিষ্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবসৃষ্ঠ ৩২৫টি পদেও বিপরীতে গত ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণদেও গত ৬ থেকে ৮সেপ্টেম্বও পর্ষন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। লিখিত পরীক্ষায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। মঙ্গলবার রাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিজস্ব ওয়েবসাইটে ৩২৫টি সহকারী প্রথমিক শিক্ষক পদের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। নিম্নে চুড়ান্ত ফলাফলের বিবরণী দেয়া গেল---