সারাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায়ও এবছর এইচএসসি পরীক্ষার ফলাফল ধস নেমেছে। জেলার দুটি সরকারী কলেজসহ ১৫টি কলেজের মধ্যে এবার পাসের হার শতকরা ৪৩দশমিক ৮২শতাংশ। যা পাশের শতকরা অর্ধেকের কম রয়েছে। এবার শুধু ১টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন শিক্ষার্থী।
জানা গেছে, এ বছর রাঙামাটি জেলার ১৫টি কলেজ রয়েছে। এসব কলেজের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪হাজার ৮৮৫জন। এর মধ্যে পাস করেছে ২হাজার ১৪১জন। ফেল করেছে ৫৭১ জন। এ জেলায় এবারের একমাত্র রাঙামাটি সরকারী কলজে থেকে জিপিএ-৫ পেয়েছে ১১জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে ৮ এবং ব্যবসায় ৩জন জিপিএ-৫ পেয়েছে। কলেজের মধ্যে সবচেয়ে শিক্ষার্থী পাস করেছে কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস এন্ড কলেজ থেকে। মোট ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৮ জন। রাঙামাটি সরকারী মহিলা কলেজ থেকে ৭৪৫ জন শিক্ষার্থীও মধ্যে পাস করেছে ৪৩৮ জন। এছাড়া জেলার অন্যান্য কলেজে পরীক্ষার ফলাফল আশাবঞ্জক নয় বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.