সেনাবাহিনীর পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। চলতি শিক্ষা বর্ষে এইচএসসিতে মানবিক ও ব্যবসা বাণিজ্য শাখায় সর্বমোট ১৫০ জন শিক্ষার্থী নিয়ে নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার রাঙামাটিতে একমত বিনিময় সভায় লেকার্স পাবলিক কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক এ কথা জানান।
সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সদর দপ্তরে প্রান্তিক হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লেকার্স পাবলিক কলেজের অধ্যক্ষ এম,এ মতিন। এ সময় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বঞ্ছিতা চাকমা, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, ইউএনডিপির প্রতিনিধি কুমার নন্দিত রায়, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা সহ রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.