জুরাছড়ি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জুরাছড়িতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফির্সাস ক্লাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী বাবুল চাকমা, ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটোয়ারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলানা করেন সিএইচটিডিএফ-ইউএনডিপি’র উপজেলা ফ্যাসিলিটেটর দীমান ত্রিপুরা। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম হয় ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রোকিনা চাকমা, দ্বিতীয় হয় শুকনাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শুভ ময় চাকমা ও তৃতীয় হয় ঘিলাতলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী লিশা চাকমা। এছাড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকল প্রতিযোগিকে পরিবেশ বান্ধব ফলজ চারা বিতরণ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতাটির বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র উপজেলা ফ্যাসিলিটেটর দীমান ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.