রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের চার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করেছে।
জানাগেছে, রোববার প্রকাশিত বৃত্তি প্রাপ্তদের মধ্যে তৈয়বিয়া আইডিয়াল স্কুলের চার শিক্ষার্থীর মধ্যে একজন ট্যালেন্টপুলে ও তিনজন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কামরুল ইসলাম রায়েব। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হল ইসরাত জাহান মনি,মোঃ আশরাফুল হক ও জয় দাশ।
২০১৪সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই স্কুলের ১৯জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে চারজন এ প্লাস ও বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শুরু থেকেই এই স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে আসছে। প্রতিবছরই এই স্কুল থেকে ট্যালেন্টপুলসহ সাধারণ গ্রেডেও বৃত্তি পেয়ে থাকে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত রাখার চেষ্টা থাকবে।
--হিলবিডি২৪/সিআর.