রাঙামাটির কাপ্তাইয়ে মঙ্গলবার থেকে ১৫ দিন ব্যাপী স্বাধীনতা মেলা শুরু হয়েছে।
উপজেলা কর্ণফুলী স্টেডিয়ামে কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ কর্র্তৃক ‘স্বাধীনতা মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আ’লীগের সভাপতি দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো: শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে করেন বিশেষ অতিথি ছিলেন ইউএনও ইসরাত জাহান পান্না, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা,সহসভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির সচিব ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, আব্দুল লতিফ, ইব্রাহীম খলিল, আকতার হোসেন মিলন, আবিদুর রহমান সেলিম, কাজী মাকসুদুর রহমান বাবুল দিপ্তীময় তালুকদার, আবুল বসর, শামশুল ইসলাম আজমীর, অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২৪জন মুক্তিযোদ্ধাকে মেলার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেলায় মৃত্যুকুপ, নাগরদোলাসহ বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে বলে মেলার পরিচালক মো: মাসুদ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.