বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ানের দুর্নিদো ত্রিপুরা পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মঙ্গলবার ত্রান সামগ্রী বিতরন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার প্রতিনিধি হিসাবে ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অংগ্র ¤্রাে,রেডক্রিসেন্টের পক্ষে ছিলেন সহ সভাপতি আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মার্মা। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের হিসাব সহকারী তিমির কান্তি পাল,ওয়ার্ড মেম্বার নিথোয়াই অং মার্মা, ৩৬৩ নং আলেক্ষং মৌজা হেডম্যানের প্রতিনিধি অং উইন প্রু,বেতছড়া পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইউনুছ মিয়া। ত্রান সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৩ বান্ডিল ডেউটিন,১ বস্তা করে চাউল,লুঙ্গি,থামি,ডাল,কম্বল,সুইটার, রান্নার সামগ্রী ও নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ও নগদ ২ হাজার টাকা করে বিতরন করা হয়।
উল্লেখ্য যে গত ৯ ই মার্চ পাহাড়ের জুমের আগুনের সুত্রপাত হয়ে ৭ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.