দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে রাঙামাটিতে সোমবার থেকে ছয় দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হল রুমে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈরিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, সচেতন নাগরিক কমিটির রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার, রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা ও উন্নয়ন কর্মী নুকু চাকমা প্রমূখ। উদ্বোধনের পর মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।অনুষ্ঠানে রাঙামাটি বন্ধুসভা সদস্যরা সার্বিক সহযোগ করে।
উদ্বোধনের সয়ম বৃষ্টির কারণে তেমন বইক্রেতা না থাকলেও সন্ধ্যার দিকে বইমেলা পাঠক ও ক্রেতারা ভিড় করেন। জমজমাট হয়ে উঠে রাত পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা আগামী ১১ আগষ্ট পর্যন্ত চলবে। বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলায় প্রথম আলোর প্রথমা প্রকাশনা ও বেঙ্গল পাবলিকেশনের বই ছাড়াও দেশি-বিদেশি বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে প্রথমা বই ৩০ থেকে ৬০ শতাংশ, বেঙ্গলের বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়। এই মেলায় অমর একুশে বইমেলার নতুন বইও পাওয়া যাবে। মেলায় সবাইয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.