ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী নব্য মুখোশ বাহিনীকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারো অশান্তি ও অরাজকতা সৃষ্টি না করে অবিলম্বে এ সংগঠনকে ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা।
সোমবার নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরান ধন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই দাবী জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়,একটি বিশেষ রাজনৈতিক দলকে দমন বা দুর্বল করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গুটি হিসেবে ব্যবহার করে রাজনৈতিক খেলা খেলছে। তাই অবিলম্বে এই জঘন্য ও রক্তপাতময় খেলা বন্ধ করা দরকার বলে দাবী জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।
বিবৃতিতে আরো বলা হয়, নানিয়াচরের বেতছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী নব্য মুখোশ বাহিনীর প্রধান তপন জ্যোতি চাকমা বিভিন্ন খুন ও অপহরণ মামলার পলাতক আসামী। তার নিহত হওয়ার পরও এই মুখোশ বাহিনীকে পুনর্গঠন করে দিয়ে শাসক গোষ্ঠী জনগণের প্রতি নতুন একটি অশুভ বার্তা দিয়েছে।
পুনর্গঠিত নব্য মুখোশ বাহিনীর কমিটির নেতারা বিভিন্ন ফৌরদাজী মামলার আসামী উল্লেখ করে বিবৃতিতে অভিযোগ করা হয়,পুনর্গঠিত নব্য মুখোশ বাহিনীর সর্দারদের সবার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে। সদ্য গঠিত কমিটির প্রধান শ্যামল কান্তি চাকমা একজন অস্ত্র চোরা কারবারী, কয়েক দিন পূর্বে তিনি অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ে উপরের নির্দেশে ছাড়া পেয়েছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক উজ্জল কান্তি চাকমা ওরফে দাজ্যা হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের সাথে জড়িত। এছাড়া তাদের উভয়ের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, একটি সংগঠন বা দল যে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয় সেই অনুযায়ী তা গঠন বা পুনর্গঠন করা হয়নি। একটি বিশেষ মহলের নির্দেশে সংস্কারবাদী নামে পরিচিত জেএসএস এমএন লারমা দলের এক শীর্ষ নেতা নব্য মুখোশ বাহিনী পুনর্গঠনের কাজটি করে দিয়েছেন। কোন সম্মেলন বা মিটিং করে এই কমিটি পুনর্গঠন করা হয়নি। শুধু কিছু নাম লিষ্ট করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.