বৃহস্পতিবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি), স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় উপজেলা পরিষলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। কর্মশালায় রাঙামাটি সহকারী কমিশনার বিএম কুদরাতই খুদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ফিসিলিটেটর আনোয়ার পাশা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল রাজ্জাক। এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা গঠনতন্ত্র মোতাবেক (পদাধিকার বলে) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী চাকমা সভাপতি এবং বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য জ্যো¯œা তালুকদাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমাকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন,সামাজিক বৈষম্য, দারিদ্র, নিরক্ষরতা এবং কুসংস্কার নারীদের পশ্চাৎপদ করে রেখেছে। ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পরিষদের নারী জনপ্রতিনিধিরাও এর বাইরে নয়।
তিনি আরও বলেন, নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণই স্থানীয় নারী ও শিশু উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের মধ্যে অনেকের মানসম্পন্ন শিক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দক্ষতার অভাব রয়েছে। এছাড়া পুরুষতান্ত্রিক মানসিকতায় এবং সামাজিক বৈষম্যের কারণে তাদের এলাকার উন্নয়ন কর্মকান্ড কার্যকর ভূমিকা পালনে যথেষ্ট বাঁধার সম্মুখিন হতে হয়। সুতরাং সামগ্রিক উন্নয়নে নির্বাচিত নারী প্রতিনিধিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের নেতৃত্বের বিকাশ ঘটানো একটি অপরিহার্য বিষয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.