উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড গ্রহণ করেছেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় ও রাণী ইয়েন ইয়েন। সোমবার রাঙামাটি পৌরসভা চত্বরে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বিতরণ কেন্দ্র থেকে এ স্মার্ট কার্ড গ্রহন করেন চাকমা রাজা ও রাণী।
স্মার্টকার্ড গ্রহনকালে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চাকমা রাজা ও রাণীর হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাইদুর রহমান জানান, রাঙামাটি পৌর এলাকায় জন সাধারনের জন্য জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ গেল বছর ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। রাঙামাটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্ষন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
তিনি আরো জানান, এ পর্ষন্ত রাঙামাটি পৌর এলাকায় প্রায় ২৯ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.