কাপ্তাইয়ের পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্হানে সরিয়ে যেতে সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাকিং করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বিভিন্ন পাড়ায় গিয়ে ঝুকিঁপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্হানে সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়া কাপ্তাই উপজেলা তথ্য অফিস গেল ২ দিন মাইকিং করে যারা অনিরাপদভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্হানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য কর্মকর্তা মো: হারুন জানান উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান নতুনবাজার ঢাকাইয়া কলোনি,শিলছড়ি,মিতিঙ্গাছড়ি, মুরালি পাড়া,কুকিমারা, মৈনপাড়া, দেবতাছড়ি,রাইখালি সহ বিভিন্ন ঝুকিঁপূর্ণ জায়গায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্হানে সরিয়ে যাওয়ার জন্য তিনি নিজে গিয়ে অনুরোধ করছেন। প্রয়োজনে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে যেতে প্রশাসন সহায়তা করবেন।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফও পাহাড়ে পাদদেশে ঝুকিঁপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.