কয়েক দিনে বৃষ্টিপাতের কারণে উজান পানি নেমে আসায় কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছ। এতে করে লেকের ধারন ক্ষমতার চেয়ে বেশী পানি হওয়ায় কাপ্তাই জল বিদুৎ কেন্দ্রের স্পিল ওয়ে হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক করে পানি ছাড়া হচ্ছে।
কাপ্তাই জল বিদুৎ কেন্দ্রের কন্ট্রোল সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে এই কেন্দ্রের ১৬ টি স্পিল ওয়ে দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।
গত কয়েকদিনেরর বৃষ্টির ফলে লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কতৃপক্ষ এই সিদ্বান্ত নেন। বর্তমানে কাপ্তাই লেকে পানির পরিমান ১০৫.৮৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.