• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ
বরকলে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করলেন ভূক্তভোগী শিক্ষকরা

পুলিন বিহারী চাকমা, বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2017   Wednesday
no

no

রাঙামাটির বরকল উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনেছেন বিদ্যালয়ের ভূক্তভোগী শিক্ষকরা। এ ব্যাপারে তারা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক প্রশাসনসহ জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশনের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন ।

 

তবে ওই শিক্ষা কর্মকর্তা দাবী করেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। শিক্ষকদের একটি অংশ ভাবমূর্তি নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবী করেছেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক প্রশাসনের কাছে পাঠানো অভিযোগনামায় উল্লেখ করা হয়, বরকল উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন ২০১০ সালে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৬বছর ধরে কর্মকর্তার দায়িত্ব পালন করার সুবাদে নানান অনিয়ম-দূর্নীতি ও স্বজনপ্রীতি করে যাচ্ছেন।


অভিযোগের আরো উল্লেখ করা হয়, ওই শিক্ষা কর্মকর্তা উপজেলার প্রতিটি বিদ্যালয়ের স্লিপের টাকা থেকে ১হাজার থেকে ১২শ টাকা, বিদ্যালয়ের মেরামত কাজের বরাদ্দকৃত অর্থ থেকে শতকরা দশ ভাগ, অবসর প্রাপ্ত শিক্ষকদের পেনশন কাজে ১হাজার ৫ শ টাকা, প্রতিটি বদলীর প্রস্তাবে ১০ হাজার টাকা। উপজেলায় বিদ্যালয় গুলোতে তিন ধাপে দপ্তরী কাম প্রহরী নিয়োগে ২ থেকে ৩ লক্ষ টাকা করে ওই ঘুষ নেন। এছাড়া আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগে জন প্রতি ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। আর প্রতিবারে আনন্দ স্কুলের শিক্ষকদের বেতন হওয়ার পর জন প্রতি ২হাজার থেকে ৩হাজার টাকা ঘুষ গ্রহনসহ প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন ও বঙ্গবন্ধু ও বঙ্গ মাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের জন্য বরাদ্দকৃত অর্থ খরচ না করে শিক্ষকদের পকেট থেকে খরচ করে নিজেই ওসব অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে এক পক্ষকে সুযোগ সুবিধা দিয়ে অন্য পক্ষকে নানাভাবে হয়রানিসহ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করছেন বলে অভিযোগ নামায় দাবী করা হয়েছে।


অভিযোগনামায় ওই শিক্ষা কর্মকর্তার কারণে উপজেলায় শিক্ষা ব্যবস্থা চরম অবনতি হওয়ার আশংকা প্রকাশ করে তাকে দ্রুত বদলী করে বিভাগীয় শাস্তির দাবী জানানো হয়েছে।


প্রাথমিক শিক্ষক সমিতির বরকল উপজেলা ও জেলা সভাপতি অমল চাকমা বলেন, ভুক্তভোগী শিক্ষকরা যেসব অভিযোগ এনেছেন তা সবই সত্য। সরেজমিনে তদন্ত করলে তার সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি দাবী করেছেন।


বরকল উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলিন্দ চাকমা দাবী করে বলেন, ওই শিক্ষা কর্মকর্তার অনিয়ম দূনীর্তি স্বজনপ্রীতিসহ পক্ষপাত মূলক আচরনে শিক্ষক সমাজ হতাশা গ্রস্থ। শিক্ষা কর্মকর্তার এমন কার্যক্রম শিক্ষকদের জন্য চরম বেদনাদায়ক। এতে উপজেলায় প্রাথমিক শিক্ষা বাধা গ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জানান তিনি।


এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন বলেন,তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। শিক্ষকদের একটি অংশ তার ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তিনি উল্টো শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটি সাম্প্রদায়িকতার পায়তারা বলে তিনি করেছেন।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাননি উল্লেখ করে বলেন, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ সহকারে পাঠানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ