খাগড়াছড়ির দীঘিনালায় ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহার’র শতবর্ষপূর্তি ও পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উৎসব আগামী বুধবার (১৫ মার্চ) থেকে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে।
উল্লেখ্য, গেল ১০ মার্চ থেকে তিনদিন ব্যাপী কর্মসূচী পালনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে তা স্থগিত করা হয়।
জানা যায়, ঐতিহ্যবাহী এ দুটি প্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার উদযাপন কমিটির এক জরুরী বৈঠকে প্রাকৃতিক পরিবেশ অনুকুলে থাকায় আগামী বুধবার থেকে উৎসব মুখর পরিবেশে তিনদিন ব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া রয়েছে বিহার প্রাঙ্গনে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী বুদ্ধ মেলার আয়োজন।
উদযাপন কমিটির আহবায়ক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা ও সদস্য সচিব রাজ বিহারাধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির প্রাকৃতিক পরিবেশগত কারনে কর্মসূচী পালনের সময়সীমা পরিবর্তন হওয়ায় দুঃখ প্রকাশ করে ইতিপূর্বে আমন্ত্রীত সকল সন্মানিত অতিথিদের নির্ধারিত তারিখে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.