মঙ্গলবার রাঙামাটিতে বিলাইছড়ি পাড়ার উপকার ভোগী র্কষক পরিবারের সদস্যদের অংশ গ্রহণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত একটি পাহাড় একটি খামার কর্মসূচীর আওতায় বিলাইছড়ি পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে মাঠ দিবসে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম হারুন অর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক পবন কুমার চাকমা, তপন পালসহ কৃষি সম্প্রসারনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপকারভোগী ৪ টি পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা. সার, বীজ, মুরগি, শুকর ছানা বিতরন করা হয়।
সভায় জেলার যে সব পাহাড়ে বসতি রয়েছে সেসব পাহাড়ের বসতীদের নিয়ে কৃষি এবং পশু পালনের উন্নয়নে কাজ করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.