• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    
 
ads

বিদ্যূতের লোডশেডিং-এ অতিষ্ঠ জুরাছড়ি ও বরকলবাসী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2016   Monday

রাঙামাটির জুরাছড়ি ও বরকল উপজেলার বিদ্যূতের বেহাল দশা। প্রতিদিন বিদ্যূতের লো-ভল্টেজ আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ  জুরাছড়িবাসী। তবে বিদুতের সরবরাহ লাইনে ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।

 

উপজেলার একাধিক বাসিন্দা জানান, বিদ্যুৎ সরবরাহ করা হলেও উপজেলায় দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে লো-ভল্টেজ আর ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল উপজেলাবাসী। পিডিবি বলছে দিনে-রাতে গড়ে চার ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে বাসিন্দারা বলছেন ভিন্ন কথা।

 

উপজেলা সদরের হোটেল ব্যবসায়ী মোঃ আলী বলেন, “মাস দুয়েক ধরে লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন্টায় পাঁচবার বিদ্যুৎ যায়, পাঁচবার আসে। ঘন্টায় ২০ মিনিটও বিদ্যুৎ থাকে না। প্রায় সময় রাত ৮-৯টায় বিদ্যুৎ চলে যায়। অভিযোগ করলে বলে লাইনে ফল্ট হয়েছে।

 

উপজেলা সেচ্ছা সেবী সংগঠনের দয়া মোহন স্মৃতি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক রাজেশ চাকমা বলেন, লো-ভল্টেজ, ঘন ঘন লোডশেডিংয়ের ও সাপ্তহ ধরে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন কারণে অনলাইনের আবেদন কার্য্যক্রম সমস্যা সৃষ্টি হচ্ছে । এছাড়া এমন অবস্থায় সংগঠনের কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রেনিক যন্ত্রাংশ নষ্ট হয়ে পরেছে।

 

বরকল উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি পুলিন বিহারী চাকমা জানান, বিদুতের ঘন ঘন লোড সেডিংয়ে ও লো-ভোল্টেজে এলাকা জুড়ে জন দুর্ভোগ দেখা দিয়েছে। এছাড়া লক্ষ লক্ষ টাকার ইলেক্ট্রেনিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়েছে।

 

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের ও মিথ্যে অজুহাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত কর্মকর্তাদের নৈতিকগত দায়িত্ব অবহেলার কারণে এদূরহ অবস্থা সৃষ্টি হচ্ছে।

 

 জুরাছড়ি উপজেলার পিডিবির একমাত্র স্টাপ টেকনেশিয়ন জ্ঞান রতন চাকমা বলেন, উপজেলা জুড়ে পিডিবির টেকনিশিয়ন একমাত্র আমি। পাহাড়ী জার-জংগল ঘুরে ঘুরে লাইনের ফল্ট খুজতে হয়। একাসাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে কর্তৃপক্ষের দ্রুত পর্যপ্ত জনবল পদায়ন করা প্রয়োজন।

 

রাঙামাটি পিডিবির উপসহকারী প্রকৌশলী শিংলা গ্রু মারমা জানান, বিলাইছড়ি উপজেলায় প্রচুর সাব লাইন নেওয়া হয়েছে। এ সব লাইনে সমস্যা দেখা দিচ্ছে-যার ফলে পুরো লাইনে বার বার ফিউস চলে যাচ্ছে। এছাড়া রাত্রে এ সব লাইলে কুয়াশায় ভিজে যাওয়াই দ্রুত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্তব্যরত কর্মকর্তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে কোন প্রকার দায়িত্ব অবহেলার বিন্দু মাত্র প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিলইছড়ি ও জুরাছড়িতে পিডিবির পর্যাপ্ত জনবল না থাকায় এ সমস্যার কারণ হিসেবেও মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ