রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা এই পৌরসভার নির্বাচনের লক্ষে চলতি মাসে যে কোন তারিখ তফসিল ঘোষনা হতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, সর্ব প্রথম বাঘাইছড়ি পৌর সভার নির্বাচন হয়েছিল ২০১২ সালের ৮ জানুয়ারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ৩ মাসের আগে তফসিল ঘোষনা করা হয়। সে অনুযায়ী চলতি মাসে যে কোন তারিখ ঘোষনা হতে পারে তফসিল ।
এদিকে, সামনে পৌর সভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় নমিনেশন নিতে জেলা নেতাদের দ্বারে জোর তদবির চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীরা। এমনকি অনেক নেতারা ঢাকায় কেন্দ্রিয় নেতাদের কাছেও জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে দলীয়ে সুত্রে জানা গেছে।
অপরদিকে মেয়র প্রার্থীরা এলাকায় এলাকায় চা চক্র ও উঠান বৈঠক করছেন। আগাম নির্বাচনকে ঘিরে চায়ের কপে ঝড় উঠছে। কে পাচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির টিকেট এমন গুঞ্জন চলছে পথে ঘাটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.