চাকুরীর কোটা বৃদ্ধিসহ কৃষি ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান, সরকার ঘোষিত ২য় শ্রেণীর পদমর্যাদা দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের ছাত্র ছাত্রীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধন চলাকলে সমাবেশে বক্তব্যে দেন শিক্ষার্থী মোঃ মুহিবুল্লাহ তানবীর, মোঃ রাকিবুল ইসলারম, সাবেক শিক্ষার্থী মোঃ দিদার হোসেন, সাবেক শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন, উশোচিং খেয়াং, মোঃ তামিম আজিজ ও জ্যোতি ত্রিপুরা। মিছিলে ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীরা অংশ নেন। পরে শহরের বিক্ষাভ-মিছিল শেষে চার দফা দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। দাবি-দাওয়ার আরও রয়েছে কৃষি ডিপ্লোমাধারীদের কৃষি বিশ্ববিদ্যালয়ে(বিএসসি-এজি) শতকরা ৪০ শতাংশ ছাড়ে পড়ার সুযোগ, চাকুরী কোট সকল মাধ্যমিক বিদ্যালয়সমুহের শুধুমাত্র কৃষিডিপ্লোমাধারীদের কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.