বান্দরবানের লামায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর লামা উপজেলা সংবাদদাতা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। সোমবার স্ব-শরীরে থানায় হাজির হয়ে সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, গেল বুধবার “বান্দরবানে বেপরোয়া কাঠ সিন্ডিকেট, উজার হচ্ছে বনাঞ্চল” শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সাইটে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে লামা বন-বিভাগ অবৈধ কাঠ ও লাকড়ি পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বন বিভাগের হস্তক্ষেপে অবৈধ কাঠ পাচার বন্ধ হওয়ায় কাঠ পাচারকারী সিন্ডিকেটের কতিপয় ব্যাক্তিবিশেষ বিভিন্ন পন্থায় উক্ত সাংবাদিককে গুম সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং ঐ সাংবাদিককে হন্য হয়ে খুঁজছে। এছাড়া সুযোগে পেলে মেরে পঙ্গু করে দেবে বলে হুমকি-ধমকি দিচ্ছে। নিরুপায় হয়ে সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। লামা থানা জিডি নং ৭৯৭, তারিখ ২১ মার্চ ২০১৬ইং। উক্ত বিষয়ে লামার সকল সাংবাদিকরা তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দু সাত্তার ভূইয়া বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক রফিকুল ইসলাম সাধারন ডায়েরি করতে আসলে পুলিশ এন্ট্রি করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.