সোমবার থেকে বান্দরবানে নারী বান্ধব হাসপাতাল সম্পর্কিত দুই দিন ব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গনে বান্দরবানে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও নারীপক্ষ অনন্যা কল্যাণ সংগঠন এবং ইউনিসেফ এর সার্বিক সহগোগিতায় মেলার উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা।
বান্দরবানের সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম মাসুদ,বান্দরবানের সহকারী সিভিল সার্জন ডাঃ অং শৈ প্রু মারমা,বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রবীর চন্দ্র বনিক,বান্দরবান সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ওয়াই চিং প্রু,বান্দরবান মানবাধিকার সভানেত্রী ও নারীপক্ষ অনন্যা কল্যাণ সংগঠন এর পরিচালক ডনাই প্রু নেলী, ইউনিসেফ বান্দরবান জোন এর কর্মকর্তা গীতা দাশ,বান্দরবান সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গা,বান্দরবান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ অং চা লু,চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রসুতি,স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ শারমিন নাহার বাশার।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক,বান্দরবান জেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম আহাম্মেদ চৌধুরী,সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমী, বান্দরবান পরিসংখ্যান বিভাগের মোঃ বশির আহাম্মেদ,সদর উপজেলা কার্যালয়ের ইউএফ পিএ মোঃ আলমগীর হোসেন,বান্দরবান সিএস অফিস সহকারী মোঃ আব্দুস সাত্তার,বান্দরবান সদর হাসপাতালের স্টাপ মোঃ জাফর আলমস প্রমুখ।
দুদিন ব্যাপী মেলার নারীদের জটিল রোগের বিভিন্ন সমাধান ও সচেতনা বৃদ্ধির জন্য ১০ টি স্টল স্থান পায়। এসব স্টল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্ষন্ত স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনা মূল্যে পরামর্শ প্রদান করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.