রাঙামাটি পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হলে পরিস্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত আধুনিক রাঙামাটি পর্যটন নগরী গড়ে তোলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা,পৌর এলাকায় শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখা,পৌর এলাকায় গরীব জনগনের কথা বিবেচনা করে করকে সহনশীল পর্যায়ে নিয়ে আসা,পৌরসভার অবকাঠামো উন্নয়ন করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
বুধবার বিকালে রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের পরিচিতি ও জনগণের মূখোমুখি অনুষ্ঠানের ৫ মেয়র প্রতিদ্বন্ধি প্রার্থীরা এসব অঙ্গিকার ব্যক্ত করেছেন।
রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে আয়োজিত ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ(টিআইবি) সহযোগিতায় ও সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির উদ্যোগে আয়োজিত মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জাতীয় পার্টির প্রার্থী ডাঃ শিব প্রসাদ মিশ্র এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি ও অমর কুমার দে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি চাঁদ রায়। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য ও সনাক সদস্য নিরুপা দেওয়ান ও সনাকের সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য মোহাম্মদ আলী। ইয়েস সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে যোগদান করা পৌর নাগরিকরা উপস্থিত ৫ মেয়র প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং মেয়র প্রার্থীরা তার উত্তর দেন। এছাড়া অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, দুর্নীতিকে ঘৃনা,নির্বাচিত হলে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ ইত্যাদি বিষয়ে অঙ্গিকার নামায় স্বাক্ষর করেন। তবে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ডাঃ গঙ্গা মানিক চাকমা ব্যস্ত থাকায় অনুষ্ঠান যোগদান করতে পারেননি।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী কথায় নয় কাজেই বিশ্বাসী উল্লেখ বলেন, তিনি নির্বাচিত হলে পরিস্কার-পরিচ্ছন্ন আধুনিক পর্যটন নগরী হিসেবে রাঙামাটি পৌর সভাকে গড়ে তোলা, স্বাস্থ্য, শিক্ষার জন্য কাজ করা,সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি পূর্ণ সহ-অবস্থান নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য জনগনের সাথে আলাপ-আলোচনা করে উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
বিএনপির মেয়র পদ প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে স্বচ্চতা আর জবাবদিহীতার মাধ্যমে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন। তার অসমাপ্ত কাজ শেষ করার পাশাপশি রাঙামাটি পৌর এলাকাকে আরো সুন্দর করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।
জাতীয় পার্টির মেয়র পদ প্রার্থী ডা. শিবু প্রসাদ মিশ্র বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করবেন এবং জরুরী পরিস্থিতি মোকাবেলায় একটি ক্লিনিক,২টি এ্যাম্বুলেন্স, একটি জলজান ফায়ার সার্ভিস-এর ব্যবস্থা করবেন। তিনি প্রতি তিন মাসে একটি করে পৌর এলাকার বিভিন্ন স্থানে জনতার মতামত নিতে অনুষ্ঠান করবেন।
বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মো. রবিউল আলম রবি বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে রাঙামাটি পৌর সভা যাতে প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সে উদ্যোগ নেবেন। তিনি পৌরবাসীর নাগরিক সুবিধা পৌঁছে দিতে প্রতি ওয়ার্ডে কাউন্সিলরা যাতে সপ্তাহে দুই দিন এলাকায় অফিসে বসে নাগরিক সেবা দিতে পারেন সে জন্য অফিস স্থাপন করবেন।
আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র পদ প্রার্থী অমর কুমার দে বলেন, পাবর্ত্য চট্টগ্রামে প্রথম পৌরসভা রাঙামাটি, কাজেই এ পৌরসভা গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত করা এবং রাঙামাটি পৌর সভাকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.