সোমবার বান্দরবান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দরা ।
পুলিশ সুপারের কার্যালয়ে বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে সাধারন সম্পাদক এই এম সম্রাট,সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার বড়–য়া,কোষাধ্যক্ষ মংটিং মার্মা,র্নিবাহী কমিটির সদস্য মোঃ জহির রায়হান,উজ্জল তংচঙ্গ্যা ও সদস্য রাহুল বড়–য়া ছোটন উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এসময় বলেন,পুলিশ ও সাংবাদিকদের কাজ প্রায় একই। পুলিশের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আইন শৃংখলা ঠিক রেখে দেশ ও জনগনের কল্যানে কাজ করা। আর সাংবাদিকরা দেশের যত ভাল মন্দ তথ্য আছে তা দেশ ও জনগনের কল্যানে লেখুনির মাধ্যমে উপস্থাপন করা। সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবশেনরে ফলে পুলিশসহ রাষ্ট্রের জন্য অনেক উপকার আসে। তিনি বলেন,১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ এবং সাংবাদিকদের গুরুত্বপুর্ন ভুমিকা ছিল। দেশ ও জনগনের কল্যানে সব সময় সাংবাদিক ও পুলিশকে এক হয়ে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.