রাঙামাটিতে শুক্রবার থেকে তিন দিন ব্যাপী জেলা চ্যম্পিয়নশীপ ডেবিট ফেয়ার এন্ড ইনট্রেকটিভ ইয়ুথ ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে সিএইচটিডিএফ-ইউএনডিপি’র আয়োজনে তিন দিন ব্যাপী ক্যাম্পের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে সিএইচটিডিএফ-ইউএনডিপি’র চিফ পলেসি এন্ড ডেপুটি ডাইরেক্টর প্রসেনজিৎ চাকমা, ঝুমা দেওয়ান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের জেনারেল সেক্রেটারী আব্দুলাহ শুকরানা নোমান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ১০টি উপজেলার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, লংগদু রাবেতা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি তুলাবান উচ্চ বিদ্যালয়, কাপ্তাই কেপিএম স্কুল এন্ড কলেজ, নানিয়ারর মডেল উচ্চ বিদ্যালয়, কাউখালী পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, জুরাছড়ি বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ি মডেল ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংগ্রহণ করে।
শনিবার সকাল ৯টায় উপজেলার দশটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রতিযোগিতা শুরু হবে এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ পত্র বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, গত ২৫ মে পার্বত্য চুক্তির ধারা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। এর ফলে এ অঞ্চলের মাধ্যমিক শিক্ষা বিভাগকে আরও গতিশীল করার ল্েয এ ধরনের শিক্ষামুলক গুরুত্বপূর্ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং মাধ্যমিক শিার উন্নয়নে সপ্তম শ্রেণীতে শিক্ষাবৃত্তি চালু করা হবে। পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আগামাীতে জেলা চ্যম্পিয়নশীপ ডিবেট ফেয়ার এন্ড ইনট্রেকটিভ ইয়ুথ ক্যাম্প এর আয়োজন করা হবে বলে তিনি অভিমতব্যক্ত করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.