বরকল উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দফতরে কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চলতি অর্থ বছরে বাস্তবায়িত লাইন ডির্পাটমেন্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও কাজের অগ্রগতি নিয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করা হয়। এবং আগামী নতুন অর্থবছরে উপজেলার উন্নয়নে আরও কি ধরনের প্রকল্প নেয়া যায় সেই ব্যাপারেও সংশ্লিষ্ট লাইন ডির্পাটমেন্টকে সহায়তা করার জন্য আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.