বরকলের মঙ্গলবার কৃষক ও খামারীদের নিয়ে দেশীয় ভেড়া পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরকল উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে উপজেলার হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় উপজেলা ভার প্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ও ভেটেনারী সার্জন পলি রানী ঘোষের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ দেবরাজ চাকমা । প্রশিক্ষণ কর্মশালায় ৩০জন কৃষক ও খামারী অংশ নেন। প্রশিক্ষক ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন ও প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ দেবরাজ চাকমা।
বক্তারা ভেড়া পালন একটি লাভজনক চাষ। ভেড়া পালনের মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হওয়া যায়। দারিদ্র দূরীকরণে ভেড়া পালন একটি অন্যতম সহায়ক বলে মত প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.