বান্দরবানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রোববার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের আয়োজিত ও ইপসা’র সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ অনুপ দেওয়ান এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ উখ্য উইন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুইচিং, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা থোয়াইনু অং, ইপসার বান্দরবান প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (টিটু)সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তারা। এর আগে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সকলেরই উচিত ধূমপান বর্জন করা। স্কুল-কলেজের ছেলে-মেয়েদের ধূমপানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার বলেও বক্তারা বলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.