বান্দরবানে চাউল চোরাকারবারিদের কথিত চাঁদাবাজির মামলায় একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু ও আজকের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি নুর হোসেনকে আদালত জামিন দিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দুই সাংবাদ কর্মী বান্দরবান জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে আতœসর্ম্পন করলে বিচারক সৈয়দা আমিনা ফারহিন মুকিত উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শুনার আদালত দুজনের জামিন আবেদ মঞ্জুর করে তাদেরকে জামিনে মুক্তি দেয়ার আদেশ দেন। এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি,সাধারন সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানের কর্মরত সাংবাদিরা উপস্থিত ছিলেন। এতে আবেদনের শুনানী করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নাল আবদীন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট খলিলসহ আরো কয়েকজন আইজীবী।
উল্লেখ্য ২১শে এপ্রিল বান্দরবান বাজারের ১নং গলিতে চাউল চোরাকারবারি আহম্মদ কবির ও সাইফুদ্দিন হিরু ভিজিএফ চাউল চোরা পথে খরিদ করে প্রকাশ্য রাস্থার উপর বস্তা পরিবর্তন করে পাচারের উদ্দেশে মওজুত করতে থাকলে একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটু ও আজকের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি নুর হোসেন সংবাদ পেয়ে চাউলের বস্তা পরিবর্তনের ছবি তুলতে যান। ওই সময় চাউল চোরাকারবারি চক্রের হোতা আহমদ কবির ও সাইফুদ্দিন আহমেদ হিরু মারাতœক অস্ত্রশস্ত্র সমেত সাংবাদিকদের উপর হামলা করে মারাতœক আহত করে। অন্যন্য সাংবাদকর্মীরা খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ে টিটু ও নুর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই দিন নজরুল ইসলাম টিটু বাদী হয়ে বান্দরবান থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর চাউল চোরাকারবারিরা নানাভাবে ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা চালায়। ২৯ এপ্রিল অপর এক চাউল চোরাকারবারি মোঃ রাশেদ বাদী হয়ে বান্দরবান থানায় দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা বাজির মামলা দায়ের করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.