শনিবার থেকে রাঙামাটিতে পক্ষকালব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের নৃত্য প্রশিক্ষন শুরু হয়েছে।
শহরের গর্জনতলী এলাকায় রাঙামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্ঠা অরুনেন্দু ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধরাণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ।
এ প্রশিক্ষন কোর্সে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা, রাজস্থলী উপজেলা, কাল্লেমুরা ও রাঙ্গামাটি সদরের মোট ১২জন ছেলে-মেয়ে ত্রিপুরা নৃত্য প্রশিক্ষণে অংশ নিয়েছে। পরে নৃত্য পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.