স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও মহান স্বাধীনতা দিবস পালন করছে খাগড়াছড়িবাসী।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে চেঙ্গী স্কোয়ারস্থ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় পুস্পস্তবক অর্পণ। প্রথমে মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, এর পর পর ভারত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসন, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী-সরকারী ও সামাজিক সংগঠন।
এছাড়া সকালে শিশু একাডেমী হলে আলোচনা সভা, বিকেলে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদেশের সাথে একযোগে শথপ গ্রহন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এতিমখানা, জেল খানা বিশেষ উপাদেয় খাবার পরিবেশন ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।
দিবসটি জেলার সকল উপজেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পালিতে হচ্ছে।
---হিলবিডি২৪/সম্পাদনা.এ,ই