বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
জুরাছড়ি কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে জুরাছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ শাহীন আলম। জুরাছড়ি থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুপ সিদ্দিকী পিপিএম সভাপতিত্বে ক বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির সভাপতি মায়া চান চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, এসআই মোঃইউসুফ, জুরাছড়ি থানার উপরিদর্শক মোঃ কামাল হোসেন, জুরাছড়ি ইউপি কার্যালয়ের সচিব অনিল কুমার চাকমা, জনসংহতি সমিতির জুরাছড়ি থানার শাখার সাধারণ সম্পাদক সুমিত চাকমা। মতবিনিময় সভা শেষে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ৫ জন গ্রাম পুলিশকে ছাতা ও ৫ জন উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যকে লাইট তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ শাহীন আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন, চাউল ব্যবসায়ী মোঃ কাসেম ছোট, ওয়ার্ড সদস্য দয়াল বিহারী চাকমা, শান্তি প্রিয় চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তপন কান্তি দে।
প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ শাহীন আলম বলেন, কমিউনিটি পুলিশকে শক্তিশালী করা সম্ভব হলে এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখা সম্ভব। তিনি উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামকে কাগজে কলমে সিমাবদ্ধ না রেখে সক্রিয় ভূমিকায় সকলকে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.