জুরাছড়ি দুমদুম্যা কমিউনিটি ক্লিনিক পরির্দশন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান। সোমবার (২০ অক্টোবর) তিনি দুর্গম অঞ্চলের চিকিৎসা সেবা কার্যক্রম পরিশর্দন করেন।
এ সময় তিনি বলেন পার্বত্য অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন সরকারে এক যুগান্তকারী পদক্ষেপ। আগে চিকিৎসা নিতে মানুষকে পাহাড় পেরিয়ে অনেক দূরে যেতে হতো। এখন ঘরেই পাচ্ছে প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ। এতে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নত হচ্ছে।”
তিনি কমিউনিটি ক্লিনিকের জীর্নদশা দেখে হতাশা প্রকাশ করে বলেন, এই দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবকাঠামো ও আসবাবপত্র সরবরাহ করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় স্থানীয় হেডম্যান বলেন আমাদের ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে এখন মানুষ সহজেই চিকিৎসা সেবা পাচ্ছে। গর্ভবতী মা থেকে বৃদ্ধ রোগী—সবাই নিয়মিত সেবা নিচ্ছেন। এতে মাতৃ ও শিশুমৃত্যু হারও অনেক কমেছে।”
এ সময় কমিউনিটি হেলথ্ প্রভাইডার সুজাতা চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.