• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    
 
ads

নানান আয়োজনে রাবিপ্রবির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2025   Tuesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্ররবি) নানান আয়োজনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে রাবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের সুচনা করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান। পরে একটি একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। পায়রা উড়ানো পর পর কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সহযোগী অধ্যাপক মো. আবু তালেব, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজির সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক জিএম সেলিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে দিন ব্যাপী ডকুমেন্টারি প্রদর্শন, উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন, মেমোরী শোকেজিং, স্পিরিট অব দ্য ডে, ফুড ফেসটিভ্যাল, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, এ বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ সকলকে যথাযথভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে, প্রয়োজনে আগামী তিন মাসে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে ।

তিনি আরো বলেন, যেহেতু এই মুহূর্তে আমাদের শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে তাই আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় অতি দ্রুত সেশনজট মুক্ত হবে। তিনি সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের সবার মনস্তত্বে ইতিবাচক পরিবর্তন আনার।  

অনুষ্ঠানে ওয়েষ্টার্ন  নরওয়ে ইউনিভার্সিটি অফ এপ্লাইটেড সাইন্স এর প্রফেসর ড. এস এম আব্দুল কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ও জাতীয় ও আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক ও প্রকৌশল-কারিগরী চাহিদার সাথে কারিকুলামের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরো বলেন, এক্ষেত্রে শুধুমাত্র প্রতিষ্ঠানের উন্নতির কথা চিন্তা করলে হবে না, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশর জীববৈচিত্র্য ঠিক রেখে, সমাজের উপর যেন কোন বিরুপ প্রতিক্রিয়া না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তিনি সময় ও প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে শিক্ষাদান-শিক্ষাগ্রহণ পদ্ধতি, কারিকুলামে নতুনত্ব আনয়ন ও শিক্ষা ক্ষেত্রে গুণগতমান বৃদ্ধির জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার ও সময়োপযোগী দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। তিনি রাবিপ্রবি’র সাথে তাঁর বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক( এমওইউ) করার প্রস্তাব রাখেন এবং শিক্ষার্থীদের গবেষণার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

উল্লেখ্য,২০১৪ সালে রাঙামাটি শহরের অদুরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানান জটিলতার কারণে ২০১৫ সালে একাডেমিক কার্যক্রম চালু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ