রাঙামাটির বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) ও শিক্ষক অভিভাবক কমিটির যৌথ উদ্যোগে (পিটিএ) সোমবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি ছিলেন জনসংহতি সমিতি থানা শাখার সভাপতি ও সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমা। সমাবেশে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি কালিকিংকর চাকমা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বিশিষ্ট ব্যবসায়ী মনোজ চাকমা মেম্বার স্নেহ কুমার চাকমা সহ ৫শতাধিক অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ও গুনগত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষেই অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক অভিভাবক কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ মতামতের উপর সমাবেশে কয়েকটি সিদ্বান্ত গৃহিত হয়। এর মধ্যে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়া, নেশা দ্রব্য পানসহ অসামাজিক ও অনৈতিক কোন কার্যকলাপ সংঘটিত করলে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং পরপর তিন দিন সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম বাদ দেয়ার সিদ্বান্ত নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.