প্রচলিত রয়েছে মাঘের হাড় কাঁপানো শীতে নাকি বাঘও পালিয়ে যায়। এ হাড় কাপাঁনো শীত থেকে মানুষ থেকে প্রাণী কুলও রেহায় পাচ্ছে না। যে যেভাবে পারে শীত নিবারণের জন্য চেষ্টায় ব্যস্ত। এ হাড় কাপাঁনো শীত থেকে বাচাঁতে বিড়ালকে পুরিয়ে দেওয়া হয়েছে শীতবস্ত্র। তারপরও তার শীত যায় না। তাই কুয়াশা ভেদ করে সূর্য দেখার সাথে সাথে একটু উঞ্চ গরম অনুভূতি পেতে বিড়ালটি জানালা দিয়ে উখি দিচ্ছে। ছবিটি বনরুপার সমতা ঘাট থেকে তোলা হয়েছে।